পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेक। ሕዋ পুষিলে মানয়ে পোষ তবে সে গুধিব। সোণার বিহঙ্গ গুণ তবে সে ঘূষিব । সুলোচনা কাহার সোণীর পার্থী কেন কর নাশ। ব্যাধের সমান দেখি তোমার প্রয়াস ! ভ্ৰধন্থক আকৰ্ণ পৃরিয়া কেন টান। কঠিন কটাক্ষ বাণ এবে কেন হন। মন্মথ অনল মন্ত্রে করিছ সন্ধান। দুই বাণে বিনাশিতে বিহঙ্গের প্রাণ বিধি দপ্ত রথ তব দেখি কলেবর। তাহাতে যোজিত কুচ যুগ অশ্ববর। অনঙ্গে সারথী করি চালাইছ রথ। বিদেশী বধিতে বুঝি কহিল মন্মথ। নয়নে যুগল ভূ অক্ষয় তোমার। যত ক্ষয় তত হয় এই চমৎকার | কটাক্ষ অনল বাণ যদি ত্যাগ কর। স্থতাশ হইবে বৃষ্টি সম্বর সম্বর। তব দৃষ্টি শরীনলে নাহি অব্যাহতি । রতির বরুণ বাণ বিন নাহি গতি৷ মশ’ল, ক{হর প্রণের শুক বল সখি বল। হেরিয়া আমার তহু হইল বিকল। যদি শুক চাহে সারী সারী হব তারি। ভবে যদি নাহি পাই নহি আমি নারী। ওর মনে ধরে যদি ওরে করি পতি। অনঙ্গ নহিলে তৃপ্ত নহে যেন রতি। মুলোচন ধরিয়াছ শুক আর কেন ধরাধরি। আত্ম শুক নাহি চিন ঐ খেদে মরি। চিত্তের সহিত এলে এই চিত্রকর। নগরী হইবে তুমি সেইত নাগর।