পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) { e চিত্ৰসেন, ভানুমতী চিত্তবিলাস লঘু চতুষ্পদী। কিব। মনোহর, এই সরোবর দেখিতে সুন্দর, জলের খেল। নগর নগরী, রসের সাগরী, লইয়া গগরি, করিছে মেলা । মনোহর ঘাট, সুবর্ণের পাট, তাহে করে নাট, যতেক নারী। এই লয় মন, যেন বৃন্দাবন, এই কুঞ্জবন, তুলন। তাঁর । তমৗলের বন, কিবা সুদর্শন, মুগ্ধ করে মন, কোকিল স্বরে । মল্লিকা মালতী, যাতি যুখি ততি, হেরিয়া সেবতী, বিন্ধিছে স্মরে } কমলের দল, করে টল টল, হেরিয়া বিকল, করির মন । মলয়া সমীর, নাহি দেখি স্থির, করছে অস্থির, কমল বন ॥ করির বিহরে, পমিনী সিহরে, ভুমরে ঝঙ্করে, দুরেতে থাকি । সিহরে কুমদ, কঁপে ষট পদ, ভরে কোক নদ, মুদয়ে অ খি।। বুঝিমু আভাষ বসন্তের বাস, হবে বীর মাস, এই নিকুঞ্জে । মদনের রতি, নাহি ছাড়ে পতি, যুবক যুবতী, আবেসে ভুঞ্জে । কহ কমলিনী, হয়ে কুতুকিনী, এই কুমুদিনী, কেতব পাশে । কামেরকামিনী,কিবা সৌদামিনী, আছহ ভামিনী, কাহার আশে ।