পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী চিত্তবিলাস । তোমহেন পতি যার তার কিসে যাহ্ন। স্কুলেচন সহচরী, সুমতি সুশীলা ধরি, রাখয়ে প্রবোধ করি, প্রবোধে বা নিত্য শলা বঁচে কিসে বল ন! ; চতুরা সুধীর সতী, সেই মম ভাসমতী, অধুনা মেীবন বর্তী, মনোনলে জ্বলিতেছে সেই নব ললন । লোকে বলে ধৰ্ম্ম কেতু, তুমিতে অধৰ্ম্ম সেতু, वक्षि नि dं ट्,ि কন্যা দায়ে যে বা কিছু নাহি করে মন্ত্রণ। আমার অদৃষ্ট মন্দ,নচেং কেন বা দ্বন্দু সুখ সত্ত্বে নিরানন্দ, বিধাতার এই লিপি মম ভাগ্যে যন্ত্রণ ! সভাসদ আছে যার, কেবল রাক্ষস তারা, গুণগুীর করিল সার, ত্তোমীর কপাল হেতুসে ও এক ঘটন। স্বাক্ষা মন্দ এক কথা, কেহ নাহি কহে যথা, কেবা বল থাকে তথা, কন্যা কাল গৰ্ত্ত হলে অখ্যাতিটারটন। মৃগয়ার সুখে থাক, স্বদোষ সকল ঢাক, বাহিরে সম্মান রাখ, অন্তঃপুরে কিবা হয় তাহ কিছু জান না। কেবল অসং সঙ্গ, নাহি কেহ অন্তরঙ্গ, বসিয় দেখয়ে রঙ্গ, কুল বিপরীত কার্য জেনে শুনে মান না । সব কাৰ্য্য পরিহর, আমার বচন ধর, কন্যা স্বয়ম্বর কর, छिङ्ग भिन श्रांझेबप्ल रुनji ब्रांर्थ ठांश्न म!। ভাটে কর নিয়োজন, দশ দিগে জগ জন,