পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ उांबू, ভানুমতী চিত্তবিলাস নিবিড় নীরদে যেন ঢাকিতেছে শশি । প্রকাশিয়া দূর কর মোর মনে মসী। চকোর আমীর প্রাণ হইল বিকল । প্রকাশিয়া চন্দ্রীনন করহ শীতল ৷ কি কহিব প্রিয়নাথ কপাল বিগুণে । মরমে পাইকু ব্যথা এক কথা শুনে । যুক্তি করিলেন মাত পিতার সহিত। আমি তোম ত্যজি তীর্থে যাইবে ত্বরিত। গয়াক্ষেত্র বারাণশী বঞ্জিকা অtশ্রম । সেতু বন্ধ রামেশ্বর সাগর সঙ্গম ৷ ত্যাদি অনেক তীর্থ করি পর্যটন। বৃন্দাবনে রাসলীলা করিয়া দর্শন। অবশেষে রাজ্য দেশে হবে সমাগম। কিবা তীর্থ বাসে দোহে করেন আশ্রম। তোমারে করিয়া নাথ রাজ্য অধিকারি। জনক জননী তীর্থে হবে আগু সারি। মাতার স্নেহেতে নাহি জানি কোন দুঃখ। পিতার পালনে প্রিয় দেখ কত মুখ ॥ জনক জননী বিন কেমনে বঞ্চিব। গাত পিতা বিনা ঘরে কেমনে রহিব ॥ থজ বাজি রাষ্ট্ৰী আজি যে দেখ নয়নে! রাজার পশ্চাতে যাবে এই সেন গণে । হেরিয়া আমার প্রাণ হইল আকুল। বিধাত হইল বুঝি মোরে প্রতিকূল । মন্থকূল হয়ে নাথ রাখ রাজ্য দেশ। ভালমন্দ নাহি জানি অবঙ্গ বিশেষ। আমার ভরম মাত্ৰ তুমি প্রিয় স্বামি। कि कब्जिद कि इद्देहरु मोश् िबोनि आर्थि।