পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Rb" ভানুমতী চিত্তবিলাস রাজকু, তব আঁখি নীরে মাতা বিন্ধিছে শরীর কেমনে হইব স্থির প্রাণ নহেস্থির। তীর্থ দরশনে তুমি কবিয়াছ মন । • পুণ্য কৰ্ম্মে বাধা নাহি দিব কদাচন। হৃদয়ে স্মরিয়া মাত তোমীর চরণে । রাজ্য ধন জনে রক্ষা করিব যতনে । কল্যাণ করহ মাত পদে হই নত। ক্ষমীকর অপরাধ করিয়াছি যত | লঘু ত্রিপদী । চিত্ত, আমি অভাজন, শুনহ রাজন, কোন গুণ নাহি ধরি। রাজ্য ধন জন, করব অপর্ণ, সেই ভয় আমি করি ॥ নাহি কোন গুণ, ন হই নিপুণ রাজ দণ্ড ধরি করে। রাজ্যের শাসন, প্রজার পালন, রাজা বিনা কেবা করে ॥ কর আশীৰ্ব্বাদ, না হবে প্রমাদ, কেবল ভরসা এই। হইবে সম্বল, প্রজার মঙ্গল, কোষের কুশল সেই ৷ করিতু প্রণাম, করহ কল্যাণ, শুন তাত শ্বশ্রী মাত । তব বাক্য বলে, সব সত্য ফলে, কুশল করিবে ধাত ॥ রাজধাণী উভয়ে,ধর আশীৰ্ব্বাদ, মকর বিষাদ, আঙ্কাদে বঞ্চহু স্থত। রাজ্যের লক্ষণ, প্রজার রক্ষণ, করহ রাজার পুত৷ -