পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेद । לסל সদ বারি মধ্যে শশি যেমত চঞ্চল, গৃহ মধ্যেও শশি মুখীর কখন ২ সেই রূপ চঞ্চল হইয়া রাহুর ভয়ে পলায়ন করিয়া থাকেন,কিন্তু রাহু গ্রন্ত পুর্ণ শশি পুণ্য প্রদান করেন, নষ্ট শশি উদয় হইয় আপনীর দর্শনকারিদিগকে কেবল কলঙ্কে নষ্ট করিয়া থাকেন। দুলমি.,এই শশিসূৰ্থী লক্ষপতির পৃ৭ শশি ইন্সতে কেন মৃগাঙ্ক নাই। আর আপনার শিরোমণিতে আপনি উক্ত লা কাহার ও মণি হরণের যাক্ষিণী নহেন অতএব হে বিলাস তুমি একবার নয়নে হের যে শশির উজ্জ্বল কিরণে তোমার যে কিছু কলঙ্ক আছে অহা সুপ্রকাশ হইলে ভঞ্জন করিতে পারিবী। বিমান, আমার কোন কষ্ট স্ক নাই অতএব নষ্ট চন্দ্র হেরিয়া কেন কলঙ্কিণী হইব। দুলাল, হবিলাস তুমি উজ্জয়িনী দেশের দুশীল বুটিল৷ অতএব তোমার কলঙ্কের ভঞ্জন নাই। : বিলাস, বলি দুলাল তুমি পথেঘাটে আমাকে কুটিল কহিও ন, কি জানি তাহতে পতি মনে করিবেন যে বিলাস । কলঙ্কিনী হইয়াছে। সন, যদি বিলাস কলঙ্কিনী কুটিলা হয়, তবে সংসারে । র;ধ কে আছে ? দুলাল, যাহারা স্ত্রৈণেয় তাহারা সকল দেখিতে পায় কিন্তু আপনার স্ত্রীর দেয দেখিতে পায় না কেননা ঐ বুদ্ধিমতী স্ত্রীরা তাহারদিগকে এমত ঘৃতাঙ্ক করে যে তাহারা জারকে বার২ চক্ষে দেখিয়াও • বৃতান্ধ ব্রাহ্মণের ন্যায় কাৰ্য্য করে না, আমার মনে এটু হয় যে আমি ইহার সদানন্দ পড়িকে যথেষ্ট ঘূত cठांछन कद्राशेश रङ्ग१ यशेषांrऊ नशे इ३ cन७