পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेक। $8 Ꮌ १%भ अङ्ग । ممسيبمسمسبصفته রঙ্গভূমি উজ্জয়িনীরাজ বাটার অন্তঃপুর। ভানুমতী ও সুশীল ও শশিমুখী ও চন্দ্রসেন W3 দুল্লালের প্রবেশ । গদ্য । উংসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রন্ট বিপরে রক্ত স্থানে ও শ্মশানে মিন সঙ্গে থাকিয় मश्;ग्छ् করেন এই মহোদয়কে শাস্ত্রে যথার্থ বন্ধিব করিয়া ব%8ছেন, বন্ধ পরীক্ষার্থে কটি পাথর রূপিনী যে বিপত্ত্বি তাহ সংসার শ্রমে পদে২ সংঘটি ত আছে । হে রাজ তনয়ে, সেই পরমোপকারক বন্ধুকে বিপত্তির পাশ হইতে মুক্ত করণশয়ে পরম প্রিয় পতিকে প্রবাসে প্রেরণ করিয়৷ তাহার দিচ্ছেদ জনিত যে এই মানসিক ক্লেশ ও বহর্গ ব্যয় অঙ্গীকার করলেন ইহাতে এই সুকৰ্ম্ম কুসুমের সৌরতে দিগদেশ আমোদিত করবেক, কিন্তু হে কুরঙ্গ নয়নে, যদৰ্থে প্রিয় পতি বিচ্ছেদ এবং যাহার উপকার জন্য শত সহস্ৰ সুবর্ণ দান করিতেছেন, যদি বিশিষ্ট রূপে র্তাহাকে জানিতেন তবে আপনকার হিরণ্য মনে এই প্লাখা হইত যে আমার পত্তি ধন্য যিনি এবপুকার বান্ধবের প্রাণ রক্ষীর্থে অীয়াস করিতেছেন। আমার ধন ও ধন্য যে এইরূপ মিত্রের জীবন রক্ষা জন্য ব্যবহৃত হই ড়েছে, এবং আমিও ধন্য যে এমত স্বামির গৃহিণী, এবং আরও ধন্য যে ভাগ্যে এমত ধনের অধিকারিণী হইয়ছিলাম।