পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 叶可, (ङज३পটে) भंकि, ভানুমতী চণ্ডবিলাস মহোপকারকের কাৰ্য্যে যে অর্থের নিয়োগ সে শ্লীঘ্য, বিশেষতঃ শুনিয়াছি যে চারু দত্ত সেই প্রিয় পতির প্রাণ সখা ও এমত অভেদ মিত্র যে উভয়ে কেবল দেহ ভিন্ন অন্য কোন ভেদ নাই। সুতরাং প্রাণেশ্বরের প্রতিনিধি স্বরূপ যে জন সেও আমার এক প্রকার ঈশ্বর বটে। নাথের প্রাণ রক্ষার্থে নিযক্ত যে ধন ও প্রাণ সে অবশ্যই ধন্য . یه গণ্য করতে হইবেক। আত্ম যশঃ কীৰ্ত্তন অযোগ্য অতএব হে প্রিয় সখে, আমি অপম অর্থের ও কীৰ্ত্তির কীৰ্ত্তনে নিরস্ত হই ল{ম এক্ষণে আমার বিনীতি এই যে পতির প্রত্যাগমন • হওয়া পর্যন্ত আপনি আমার রাজ্য ধন মম রক্ষা করেন আমি ইদানীং সুশীলা সমভিব্যাহারে সমীপবৰ্ত্তি দেবলয়ে এক পক্ষের কারণ অতি নিজমে শিবারাধনা করব। যে তাঁহাতে সৰ্ব্বদেবারাধ্য সেই মহাদেবের কৃপাকটাক্ষে উপস্থিত বিষয়ে ভদ্র হইবেক। আপনি অতুকম্প করিয়া আমার অভিলাষ পুর্ণ করেন। আমি প্রাণপণে অীপনকার আজ্ঞা পালন করি 4, হে সুকুমারি রাজকুমারি আপনকার মনোভিলাষ । ও সাধ্য বিষয় সিদ্ধি হউক। o আপনি যখন রাজ্য রক্ষার্থ অঙ্গীকার করিলেন তখন আমার ভরসা হইতেছে যে সেই চিত্তোল্লাস-কারিণ লক্ষের নদী তোমার ঘরণী আমার গৃহাদি রক্ষ করিতে অনুকূল হইবেন। আমি প্রাণপৰ্যন্ত পণে সযত্নে আপনকার মহতী ইচ্ছার অনুগামিনী হইব হে রাজ কুমারি, রাজ লক্ষ্মি, আপনি চিত্তে চঞ্চল হইবেন না । , পাত্র মিত্র পরিষদ বর্গের আপনারদের বচনায়কারী হইবেক্ষ। আমার এই রাজ্য ধন জন অীপ