পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম', Woo. . ধৰ্ম্ম, নাটক । X&o বহন দ্বারা তাহার যে অমুদিন ঘৰ্ম্মৰ্ত্ত হইতেছে তাহার মোচন করিয়া রত্নময় পর্যাঙ্কে সংস্থিত অপূৰ্ব কোমল শয্যায় তাহারদিগকে স্থান দেউন আর কপূর বাসিত ও সৰ্ব্বৌষধি করণক শোধিত নিৰ্ম্মল সুশীতল জলে ইহার নিত্য স্নাত ও ভূতগণ কর্তৃক সেবিত ও ব্যঞ্জনীকৃত হউক। ইহাতে কি আপনি কহিবেন না, যে দাস দাসী আমারদের, আমরা যাহা মনে করিব তাহাই করিব, সেই মত আমিও কহিতেছি যে দশ সহস্র মুদ্র দিয়া অ'তশয় মহার্ষ্য রূপে ক্রয় করিয়াছি যে অৰ্দ্ধসের নর মাংস সে আমার, অতএব আমি তাহ লইব ও তদৰ্থে আমি যাহা মনে করিব তাহাই করিব। আপনি যদি এই দণ্ডাজ্ঞ না করেন তৰে আপনকরে রাজ্যের ব্যবস্থায় ধিক। বলুন যে আমার বিচার করিবেন কি না, আমি এই বিচারাগারে ' বিচারার্থে দণ্ডায়মান হইলাম আপনি বিচারপতি বিচার করিয়া কহন আমার বিচার হইবেক কি না । আমি দেখিলাম যে বিদ্যাধর শাস্ত্রী এখানে সম१ोऊ मां श्रल (gझे विषम बिदांटमम्न मैौगां९नां হইবেক না । অতএব যদি বর্ণিত শাস্ত্রীবর এখানে অদ্য আগমন না করেন তবে এই বিচারের কার্য অদ্য স্থগিত রাখি আমার এমত মনে হইতেছে। ধৰ্ম্মাবতার, বিদ্যাধর শাস্ত্রীর লিপি, সহকারে এক জন নবীন মসীজীবী উজ্জয়িনী হইতে আসিয়া, সিংহ দ্বারে আদেশের অপেক্ষা করিতেছে, আজ্ঞা হইলে সমীগে আনীত ও রাজ দশন কারিত হয়। লিপিসহ দুস্তকে সত্বরে ভিতরে আন।