পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 o ভানুমতী চিন্তুবিলাস গুজরাট হইতে দুত আসিবেক ফিরে। যে আসবে নাথ তত্ব না যাইবে ফিরে। বিধির নির্ণান্ধ যাহা কে করে খণ্ডন : ধৈর্য হও রাজবালাস্থির কর মন। ' পদ্মিনী প্রফুল্ল হয় রবির প্রকাশে। হতাশ না হয় ক্ষণ বিচ্ছেদ হুতাশে! - মুলোচনা ও সুশীল প্রস্থন করিল ছামুণী সুশীল দিলেক যুক্তি ভাট পঠাইতে । R"লৈাচনা ৰুক্তি দেয় তার বিপরীতে। করি কি না করি তাই চিন্তু করি মনে । না করিয়ে স্থির হয়ে থাকি বা কেমনে । প্রেম পারাবীর এই বড়ই দুর্বার। তরুণ তরুণী তেঁই ভাবি অনিবার। ভগ্নী তরী ভৱসায় যদি ভর করি। সংশয় হড়েছে তীয় তfর কি না তরি। সমুদ্র তরঙ্গ দেখি মনে পাই ভয়। আতঙ্গে বারেক ভাবি কি জানি কি হয় | প্রবল গঞ্জন বায়ুহে বহুভর। কাণ্ডারী বিহীন তন্ত্রী জলধি দুস্তর। কেমনে বা ভর করি আরোহণ করি। থাকিব তীরেতে ইখে বঁচি কি বা মরি। বুদ্ধিতে প্রবীণ সেই সুলোচনা নারী। তাহার অমতে কাৰ্য ন করিতে পারি। অসীর আশায় থাকা এই যুক্তি সার! দেখি বিধি কি লিখিল ভাগ্যেন্তে আমার ; অতএব এই যুক্তি করিলাম আমি। বিধির ইচ্ছায় যদি সেই ঘটে স্বী।

  • R.