পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ునశి ভানুমতী চিত্তবিলাস শশিমুখী সখী কহিল কথা ॥ দুতে আসি নাকি দিল বারতা। কেমন বিচার করিল রায় } কিসে এড়াইল লক্ষের দায়। বিবরিয়া সব কহ মুখি। শুনিয়া পরাণে হইব সুখী। দুলালের প্রবেশ। দুলাল, শুন লক্ষ্মী ঠাকুরাণি। শুন লক্ষ্মী ঠাকুরাণি। छान्नु, ঠাকুর আইলা ঘরে হের মহেন্দ্রাণি। দেখ মনের হরিষে। দেখ মনের হরিষে। চারু মিত্র আর চিত্র মিত্র অনিমিষে। দিতে আইল্প সম্বাদ দিতে আইনু সম্বাদ। বাৰ্ত্ত শুনি ঠাকুরাণী ত্যজিবে বিষাদ ॥ পাব শিরোপা সুন্দর। পাব শিরোপা সুন্দর দেশে যাব যশ গাব প্রতি ঘরে ঘর ॥ ভঙ্গ পয়ার। শুনি হৈতু পরিতোষ। তোমারে শিরোপা দিয়া করিব সন্তোষ ॥ লহ সুবর্ণের হার। -শেভিলে তোমার গলে শোভা হবে তার ॥ তুই পতির বিশ্বাসী। হিত করিবারে তোর আমি অভিলাষী। সখা শুন স্কুলোচনা। সুবর্ণের হারে এরে কর মুখী মন৷ দ্বিপদী। খুশীল, পত্তির বায়তা, অনিয়াছ যখ। নহিৰে অন্যথা, কুমারীর কথা।