পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 . বিপ্লাস সুশীল, छत्रू, সুশীল, दिलांम. फ}बू. সুশীল: ভানুমতী চিত্তবিলাস ই ঠাকুরাণি জানি, পূৰ্ব্বে দময়ন্তীর যাত্র করিতাম, কিন্তু তাহাতে দেহ যাত্ৰ নিৰ্বাহ না হওয়াতে এক্ষণে ঘরে বসিয়া যাত্রা করি এই শুন। রাজকুমারীর শুভবিবাহ নিৰ্বাহ হইলে তোমাকে যথেষ্ট বস্ত্ৰালঙ্কার পারিতোষিক দিবেন। সহচর, এক্ষণে বিলাসকে পাঁচটি সুবর্ণ মুদ্র দেও, নচেৎ বিলাস মন ভারি করিবে ; হেদে বিলাস এই লও, ধর রাজকুমারী তোমাকে পাঁচটি স্বর্ণমুদ্র দিতেছেন, তুষ্ট হইয়া ঘরে যাও। যে আজ্ঞা ঠাকুরাণ যথেষ্ট পাইলাম, বিবাহের সময় আসিব । - বিলাসের প্রস্থান । দেখ সুশীলে, এই বিলাসের অন্তঃকরণটি বড় পরিষ্কার,ইহার প্রতি আমি বড় তুষ্ট হইলাম। রাজকুমারি, ইহা আশ্চর্য নহে কেননা প্রগম্ভী নারী গাত্রেষ্ট উদারা ও রসিক হয়েন ও তাহার দের অন্তঃকরণে কোন মালিন্য থাকে না। এই বিলালের বাক্য শুনিলে হঠাৎ সংশয় জম্মিতে পারে কিন্তু ইহার চরিত্র এমতি পবিত্র যে রাণী ঠাকুরাণী ইহাকে রাজপুরে আমিতে নিষেধ করেন 하 tভানুমতী, স্কুলোচনা ও সুশীলার প্রস্থান ।