পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाप्लेक। ఇs বিক্রম করলে স্বামি, জীবনে মরিব আমি, সত্য কহি না করি কপট ॥ চঞ্চল হইয়া প্রাণ, অঞ্চলে না দেও টান, কেন প্রাণ কর টানাটানি। বসনে ঢেকিছি মীন, টানিয়া না ভাঙ্গ প্রাণ, তবে নাথ হবে জানা জানি ॥ " হইলে দ্রৌপদী মত, বসন না শেষ হত, অম্বরেতে সম্বরিত মান । বসন হইল শেষ, গণিকার হৈল বেশ, রতি দেশ হৈল দীপ্যমান। নিলন্ত পুরুষ জাতি, সবল অবল ঘাঁতি, লাজ নাহি লাজে মরি অামি । দুঃশীলা সুশীলা জানি, করিবেক কণাকণি, কায নাহি ক্ষমা দেহ স্বামি ৷ যদি নাথ হয় ক্ষুধা, পান কর অন্য সুধা, প্রস্ফুটিত কত পুষ্প আছে। তোমার হইবে তোষ, আমি না করিব রেীষ, যাও অলি সেই পুষ্প কাছে। হের যুগ পয়োধর, তোমার প্রখর কর, নখগঘণতে করিলা বিক্ষত। ঝর ঝর ঝরে ঘাম,থর থর কঁপে ঠাম, দর দর ডরে অঙ্গ কত ॥ ক্ষীণাঙ্গ হইল ক্ষীণ,রজনী হইল দিন, দেখ আমি নবীন যুবতী। আর বা সহিব কত, প্রাণ হৈল ওষ্ঠীগত, অৰলার না কর দুৰ্গতি ॥ - ছিছি নাথ ছাড় মোরে, কায ন হইবে জোরে, লাজে মরি ছাড় প্রাণ পতি। হেরি নিশি সুপ্রভাত, অস্তে গেল নিশানাথ, মন্মথ ছাড়িয়া দিল রতি ॥ ভানুমতী ও চিতদিলালের প্রস্থান ।