পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশেষ ইংরাজী ভাষানভিজ্ঞ অথবা র্যাহারা ইংরাজী কোন নাটক গ্রন্থ পাঠ করেন নাই উহারদের বিজ্ঞাপনার্থে নিয়ে কতিপয় উপদেশ লিখিত হইল এই গ্রন্থ পাঠ কালে এই সকলু উপদেশ দ্বারা তত্তন্মহাশয়দিগের বুঝিবার অনে সুগম হইবেক ইতি। - ১। গ্রন্থারম্ভে যে ২ ব্যক্তিদিগের নাম বা উপাধি লিখিত হইয়াছে এতন্নাটকে ঐ সকল ব্যক্তির বর্ণিত অর্থাৎ প্রধানত্ব রূপে সংসৃষ্ট আছেন বোধ করতে হইবেক। ২। প্রত্যেক বক্তৃতার আরম্ভে বর্ণিত ব্যক্তিগণের মধ্যে যে একই ব্যক্তির নাম পাশ্বের্ণলিখিত হইয়াছে উত্ত্ব বক্তৃত। উক্ত ব্যক্তির উক্তি। > - ৩। কোন২ বক্তৃতার শিরোভাগে বা কাব্যারম্ভে ধর্ণিত রাক্তিগণের মধ্যে কাহার প্রবেশ কালে “প্রবেশ” এই শব্দ লিখিত হইয়াছে তাহাতে ঐ ব্যক্তির নাট্যাগারে আগ- ' মন বুঝতে হইবেক। - ৪। কোনই বক্তৃতার পরিশেষে "প্রস্থান” এই শব্দ লিখিত হইয়াছে তাহাতে তং পুর্ববৰ্ত্তি ব্যক্তি বা ব্যক্তির লট্যাগরি হইতে বিদায় হইলেন বিবেচনা করবেন। ৫। (?) এই অৰ্দ্ধ চন্দ্রাকৃতি রেখাদ্বয়ের মধ্যে যে .'স আছে তাহ জিজ্ঞাসা বোধক, অতএব যে২ পদের অন্তে এই চিহ্ন দৃষ্ট হইবেক ঐ পদ প্রশ্ন জিজ্ঞাসার ন্যায় পাঠ *?ন্তে হইবেক। ৬। (,) এই বক্র রেখাদ্বয়ের মধ্যস্থিত যে লঘু চিহ্ন পদ বিচ্ছেদ নিমিত্ত ও বিরামার্থবোধ হইবেক। , ৭।"-" এই ঋজু রেখার আদান্তে যে যুগল লঘু চিহ্ন কী বা পদের অদ্যন্তে থাকিবেক ঐ পদ বা বাক্য অন্য২ গ্রন্থ কর্তার বচন হইতে গৃহীত এমত বুঝিতে হইবেক।