পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ 本{布*, ভানুমতী চিত্তবিলাস বুদ্ধি এও বোধ নাই। না জানি তোমাকে কোন বিধাতায় গড়িয়াছিলেন। য হউক এত দিনের পরে বিলাস তুমি কিঞ্চিং উপার্জন করলে । বিলম তুমি যে কহিয়া থাক যে বিলাস কিছু উপার্জন ها Šo 阿矿, করিতে পারে না কেবল বসিয়া খায় তবে এখন এ কি ? বলি এখন এ কি ? পাচ মোহর একেবারে উপজিন করিলাম সুবর্ণের যুদ্র অর্থাং স্বর্ণের টীকা, কি না সোণার মোহর, অর্থাৎ মোহরের সোণ, যাঁহাতে অন্তরণ জন্মে ও লোকে পরিমে শেত হয়। আবার ধর এখনও হয় নাই, এমন একই স্বর্ণের টাকায় একই কুড়ি রূপার টক হয় তাহাতে পাঁচ স্বর্ণের টাকায় পাচ কুড়ি রূপার টাকা হইবেক, তবে পাচ কুড়ি রূপার টাকা কস্ত হয়, লেখা কর না? এখন পোড়ার মুখ শুকাল কেন বিলাস কেবল বসিয়া খায় এক কড়া উপা, ক্ল'ন করিতে পারে না, তোমার জন্ম চৈতন্যে এত টাক উপার্জন করিয়াছ। আজন্মেও কি এত মোহর উপাৰ্জন করিয়াছ । ন, আমি এমত বলি মা যে তুমি কিছু উপার্জন করিতে পার না, তুমিও উপাৰ্জন কর আমিও করি। তবে আমি বাক্য ব্যয় অর্থাং বাগ্‌ বিক্র দ্বার উপাৰ্জন করি, তুমি আপন গতর বিক্রসের দ্বারা উপার্জ কর। দিলা, রলি কি-কি-কি শুনি কি আমুখে ছাই। তোমাকে ዳፖ. ভুলে রয়েছেন। . তা নয়, বলি আমি বাক্য ব্যয় দ্বার উপাৰ্জন করিয়া থাকি তুমি আপন পরিশ্রমের দ্বারা অর্থাং গতর খাটাইয়া উপাঞ্জন কর । , -