পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ভানুমতী চিত্তবিলাস আসিয়াছে এই দেশে ভামু লাভ হেতু। রাজ কুলোজ্বল বটে নাম মীন কেতু। রাজ । অশ্বের বৈদ্যেতে সখি নাহি প্রয়োজন । কুমারী ! অন্য দেশে অশ্বিনী করুন অন্বেষণ ৷ স্বলোচন।. কান্ধী রাজসুত কথা শুন রাজবাল। অসুখী না হবে যদি এই পায় মালা । tঞ্চন জিনিয়া কান্তি কাঞ্চীর নন্দন । ইন্দীবর নিন্দি হের সুন্দর বদন। রাজীবের যুগ হের যুগল নয়নে। যুগল মৃণাল বাহু যুক্ত যার সনে ৷ কথা কয় সুধাময় অমৃতের ধার। কটাক্ষ বিষের প্রায় নাহি প্রতিকার । গুণ শিক্ষা করিতেছে নবীন বয়েস । হের দেখ রাজবাল বালকের বেশ । রাজ ৯ বালিক না হই সখি বলিকে কি কায । कूमार्की } বরিলে কাসিবে বুঝি নারীর সমাজ । ব{সর গৃহেতে যদি কান্দে কাঞ্চী রায় । নাহি জানি কে সাস্তুনা করিবেক ভায় । স্বলোচন, কান্যকুঙ্গ কথা এবে মন দিয়া শুন । ঘনশ্যাম বৰ্ণ বটে গুণে নহে উন ৷ কৃষ্ণ ন হইলে মুখ হইত কনল। অঙ্গের হিল্লোল যেন কালিন্দীর জল ৷ কদম্ব কুসুম প্রায় প্রফুল্ল শরীর | মৃগয়ান্থরক্ত সদা সুন্দর সুধীর। পুনরবতীর্ণ যেন অখিলের পতি। কানাকুজে জন্মিলা লভিতে ভীতুমতী। রাজ ; কৃষ্ণ পক্ষে শুক্ল পক্ষে না হয় মিলন। कृवांग्रेो ło: যাত্র রুক্মিণী রমণ।