পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

माप्लेक। ২৩ স্বলোচন, বারেক মগধ মুতে হের ভানুমতি সুহ্ম বুদ্ধি স্থল কায় সুমেরু মূরতি। শুক্ল মলয়জ অঙ্গে শোভিতেছে যার। কিরণে মলিন হের মুকুতার হার। ধবল মাতঙ্গে আসিয়াছে নৃপবর। দুৰ্ব্বলের বল এই মগধ ঈশ্বর। • ধনের নতিক অন্ত তথাপি নির্ধন। ধনী হয় যদি পায় ভানুমতী ধন | এই ধন লোভে আসিয়াছে এই দেশে।

কহ ধনী নহে কেন বঞ্চয়ে বিদেশে। সুমেরু সহিত কেব হষ্টবে সোসর। কুমার (হের দেখ অঙ্গমম কঁপিছে সত্বর। পদ্মিনী গঠিল যারে সেই পদ্ম যোনি । হস্তিনী কেমনে সেই হইবেক ধনী। স্লোচন কংসের বংশেতে জন্ম মথুরায় ঘর। ुद्ध कूभाड़ी } হের দেখ রাজবাল রাজার কুমার। মৃগাঙ্কবিহীন যার মুখ শশধর। শীতল নীহারে করে শীতল অন্তর। অমৃত আধার মুখে ক্ষরে বাক্য সুধা। কৰ্ণ পথে পান কর দূর হবে ক্ষুধা। বারেক অপাঙ্গে হের যুবক কেশরী। তব লাগি আসিয়াছে শুনলে কিশোর। মদন সশঙ্ক সদা রতির কারণে | পতি জমে যদি রতি ভজে এই জনে ॥ নানা গুণোপেত বটে রাজার তনয়। সম্পুটেচিনিতে তোম। এই যোগ্য হয়। শুনিয়াছি কংস বংশ নিদারুণ অতি। এই হেতুবরিবারে নাছি হয় মতি৷