পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेक। কি দুঃখ ঘটিল কিবা কোন প্রয়োজন। সখারে আপন মন না কর গোপন | লঘুত্রিপদী। চিজ ৰিলাল, আমি অকিঞ্চন, শুন মিত্ৰগণ, আকিঞ্চন এক আছে । উজ্জয়িনী সুত,হবে পরিণীত, যাব আমি তার কাছে ॥ নাম তামুমতী, মদনের রতি, জিনিয়া ধরয়ে রূপ। রূপে ভগবতী, গুণে সরস্বতী, শুনি এলো কত ডপ। কেমনে বখানি, সেই ধনী বাণী, ধন ত্যজি কতজন । এলে ধনী হতে, ধর্মীরে লইতে, বুঝি দেখ কিবা ধন। যে পাবে এধন, কুবেরের ধন, সেই জন তুচ্ছ করি। হৃদয় ভাণ্ডীরে, রাখিবে তাহীরে, অন্যধন পরিহরি। প্রাণ ধন তুল্য অথবা অমূল্য ধনেশের যত ধন ৷ পণ নহে তার, শুন কথা সার, এই ধনে প্রয়োজন ॥ হই রাজ সুত, নহি ধন যুত, এই দুঃখে ভাবি আমি। রাজ্য নিল অরি, কেমনে বা তরি, রাজা হৈলা স্বৰ্গগামী৷ লয় মম মন, পাইব সে ধন, যদি কিছু ধন পাই। 학