পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5ίζ, 莎委, दतक, নাটক। VᏭᎼ করিয়া দেউন যে, “যদি আমি তিন মাস কালের মধ্যে তোমাকে অমুক স্থানে অ্যক দিনে অমুক সময়ে এই সমস্ত টকা পরিশোধ না করি কিম্বা করতে ন পারি তবে তুমি আপন স্বেচ্ছাধীন আমার সিতাঙ্গের কোন প্রদেশ বরং ৰক্ষঃস্থল হইতে অৰ্দ্ধসের মাংস দণ্ড স্বরূপে কাটিয়া লইতে পরিবে"। আমি ইহাতে সম্মত হইলাম, ঋণপত্ৰ ঋটিতি লেখ আমি তাহাতে স্বাক্ষর করব, এবং উভরয় কহিব যে লক্ষপত বড় দয়ালু। সখে এই ঋণ পত্রে স্বাক্ষর করিয়া এই নরাধমের নিকট উধীর লওনের প্রয়োজন নাই বরং আমি বঞ্চিত হই তাহীও শ্রেয় এবং মানস কষ্টে কাল হরণ করলেও স্বচ্ছন্দ বোধ করিব | সখে ইহাতে উদ্বেগ নাই, মাস দুয়ের মধ্যেই আমার অর্থাগমনের সুসম্ভাৰন, অতএব এই পাষণ্ড কর্তৃক নিগৃহীত হইব এমত কদাচ বোধ হয় না। হে ভগবন, ইহার কি অস্থির চিন্তু ও সন্দিগ্ধ, না জানি শেষ কি করিকে আপনার দেখুন ইহাতে আমীর কোন স্বার্থ নাই, মাংস তাদে আমার অভক্ষা, তাহীতে নর মাংস, ইহা মৃগ মাংস ও ছাগ মাংসের ন্যায় উপাদেয় নহে যে অনোর তক্ষ্য হইবে, তবে প্রশ্ন কfরবেন যে আমি অথের পরিবর্তে ইহা কি জন্য স্বীকার করতেছি, ইহতে আমার এই কথ্য যে সুদ্ধ মিত্রতার জন্য, নচেং নর মাংস অৰ্দ্ধসেরের মূল্য কি? আপনারদের অন্তরঙ্গত লাভ হেতু এই সখ্যত স্বীকার ও উপকার করিতে অঙ্গীকার করলাম। যদি আপনারদের ইহাতে অভিরুচি হয় তবে আমিও গ্রন্থত আছি