পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক । 8ቖ ধূলী, আপনি আমাকে চিনিতে পারেন নাই ? নন্দ, অজ্ঞ না মহাশয়, আমি অথৰ্ব্ব হইয়াছি, কর্ণে শুনিতে পাইন, বিশেষতঃ চক্ষে ছানি পড়িয়ছে ; আপনি কে বটেন, চিনিতে পারি নাই। দুল ই তা বটে, সকলে আপন পুত্রকে চিনিতে নিঃশব্দে] পারে না, পিতা বলিয়া ডাকিলেই তাহাকে অপেন অসজ বিবেচনা করে এমত অনেক লোক আছে, ফলতঃ সেই জন চতুর যে গোলক ও আত্মজ চিনে। প্রকাশে বৃদ্ধরাজ আমাকে আশীৰ্ব্বাদ করুন আমি তোমার পুত্রের সমাচার কহিব।

  • আপনি বারেক নিকটে আমুন । আমি ভালরূপে নিরীক্ষণ করিয়া দেখি যে আপনি আমার পুত্র বটেন কি না, কিন্তু বোধ হয় যে তা না হবে । ।

স্কুল, ই পিতা, তাই বটে আমি মেনকার গর্ভজাত্ত অর্থাৎ আপনার পত্নী মেনকা ঠাকুরাণী আমার ক্ৰনর্মী হযেন । পয়ার । .” তবে এসে কোলে করি অরে বীপধন । তুমিরে দুলাল বাপু দুখির নদন। পরস্পর আলিঙ্কন ; লক্ষের ছাড়িমু গৃহ শুন মহাশয় । - চিত্তের হইব ভূত করেছি নিশ্চয় । অন্ন বিন দেখ মোর অস্থি চৰ্ম্ম সার । ভৈল বিন গাত্রে খড়ি উড়িছে অমর। অঙ্গেতে দেখহ পিতা খুঁঞের বসন।