পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক। (??, নিমন্ত্রণ লিপি সহ দুলালের প্রবেশ। - अमा। দুলাল, লক্ষপুতি মহাশয়,নমস্কার। চিত্ত্বরাজ গৃহে আহার্ঘ্য প্রস্থত। এই নিমন্ত্রণ লিপি, যেমত অভিরুচি হয়। লক্ষ, হুঁ লিপিতে দেখিলাম ভোজনের আয়োজন বটে। পেত্র পাঠ শশিমুখি শুনিয়া যাও, বলি শশি, শুনিয়া যাও। করেন ) দুলাল, বলি শশ শুনিয়া যাও। ८३] क्रू পূৰ্ব্বক ) লক্ষ, তোমকে কে ডাকিতে বলিল ! আমি তোমাকে ডাকিতে বলি নষ্ট । দুল, আপনি কহিতেন যে না বলিলে দুলাল কোন কৰ্ম্ম করে না, একারণ আপনি না বলাতে আমি শশিকে ডাকিলাম। লক্ষ, ভীড়েরা কি বাক চাতুরি জানে। তুমি আমার ঘরে কত সুথে ছিলে ও চিত্তের ঘরে এক্ষণে কি মুখে থাকিবে তাহা ত্বরায় জানিতে পারবে। দুল, আজ্ঞা আর দিন কতক এখানে থাকিলে তাহ বড় অন্যত্র জানিতে হইত না। একেবারে নিশ্চিন্তপুরে জানিতাম। শশিমুখীর প্রবেশ। শশি, ই বাবা, কি জন্য ডাকিজেছ। লক্ষ দেখ আমি চিন্তুবিলাসগৃহে নিমন্ত্রণে চলিলাম তোমাকে ভাণ্ডারের চাবি প্রভূজি দিব। हि११ बt१ुह हिङ्ग, अ*ि ऊँख्रौ जऎा अीनि।।