পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ • ভানুমতী চিত্তবিলাস ঘরে কুড়ার অন্ন নাই, গিয়াছে ভালই হইয়াছে, বেটা যেমন উড়ান চণ্ডী তেমনি চিত্তের ভূত্য হইয়াছে ধার করা টাকা গুলুিন পাঁচ ছয় দিনের মধ্যেই ছয় নয় করিবে, হয় না হয় তুমি দেখিবে। শশি তুমি বাটীর মধ্যে যাও হয়ত আমি শীঘ্র ফিরিয়া আসিব, দ্বার সকল রুদ্ধ কর, কাহাকেও খুলিয়া দিও না। পয়ার । দৃঢ় রূপে বদ্ধ রখে দৃঢ় সব পাবে। হিঁয়ালির গুণ শশি তবে জানা যাবে। লক্ষপতির প্রস্থান । ||, শশি, উদেশে প্রণাম পিত! তোমার চরণে। (মিশন্ধে) বুঝি শশি হারাইল বলে মনে মনে। পিতৃ হারা হৈয় আমি বুবিহু লক্ষণে। প্রজাপতি মিলাইল আজি চন্দ্র সনে ॥ শিশিমুখীর গুস্থান। नदम अक्र ङ्गत्रपूमि संबद्रा नर्भद्र लक्रगख्द्रि नाशैद्र সম্মুখে রাজপথে। চন্দ্রসেনের প্রবেশ। চললেন, যামাপ্ত হইল নিশি দেখিতে দেখিতে। कक्षज इऐज क्रिख कांश्रिउ ििरुtउ॥