পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহ. গুয়, 研 इ নাটক। °今 ক্ৰন্দনের রোলে তোল পাড় করিয় ভূয়: কহিতে লাগিল, যে হে ধৰ্ম্মাবতীর, চিত্নবিলাস অনার ফন্যাপহরণ করিয়া লইয়া যাইতেছে । তাহার ডিঙ্গায়ুসন্ধান হউক। ধৰ্ম্মাধ্যক্ষ নদীতটাে আগতহইবার কিঞ্চিং পূর্বে ডিঙ্গ খুলিবায় অমৃসন্ধান হয় নাই, ফলতঃ চারুদত্ত ধৰ্ম্ম প্রমাণে ধৰ্ম্মাধ্যক্ষকে নিশ্চয় করিয়া কহিলেন যে ধৰ্ম্মাবতীর চিত্তবিলাসের ডিঙ্গীর মধ্যে শশিমুখী নাই, এবং ধৰ্ম্মাধ্যক্ষের অবগতি হইল যে লক্ষের গ্রেম বিলাসী শশি আপন প্রিয় চন্দ্রসেন সন্মিলনে অনা তার বাহিয়া পলায়ন করিয়াrছ তাহাতে ধৰ্ম্মধ্যক্ষ নিরস্ত হইয় প্রস্থান করিলেন ও লক্ষপতি উভরায় রোদন ও সক্রোধে তৰ্জ্জন গঙ্গন ও ক্ষিপ্তের ন্যায় প্রলপ ও বিলাপ করিতে লাগিল । যথা হা শশী! হা সৰ্ব্বনাশী! হা কন্যা ! হা ধন! হা কন্যাধন ! হা বিজাতীয় কন্যা ! হা বিজাতীয় ধন! একথলী দুইথলী টাকা, দ্বিগুণ টাকা, পাথর, মুল্যবান পাথর, তাহার বুকে পাথর, সর্বস্তুদ্ধ অপহরণ করিয়া বিজাতীয়ের সঙ্গে পলায়ন করিয়াছে দোহাই ধৰ্ম্ম দোহাই ধৰ্ম্ম। বিচার করুন। কন্য আনিয়া দেউন। ই ক্ষিপ্তের ন্যায় বারয়ার এইরূপ প্রলাপ করাতে নগরীয় বলকেরাও তাহার সঙ্গেই দৌড়িতেছে এবং কৌতুক পূর্বক কহিতেছে হ কন্যা-হা ধনহা কন্যাধন ইত্যাদি। cन शांशं श्छेक कजङः ३शंएउ ¢कांन बि*ष्ठि ঘটিবে তুমি শেষ দেখিবে । চারুদত্ত সাবধান হউন। কেননা সময় শিরে তাহার ঋণ পরি