পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نوي मझे. ভানুমতী চিওঁবিলাস শোধ করিতে না পারলে তাহার জীবন সংশয় হইবেক । তা বটে, সে ব্যাপীর অতি ভয়ঙ্কর। চারুদন্তের ভাগে শেয কি হইবে তাহা ভগবান জানেন। ফল আমি সপ্তগ্রামের এক জন পেীত বণিকের বাচনিকে শ্রুত হইলাম যে চারুদন্তের এক ডিঙ্গ মগরায় ডুবিয়াছে। আমি এই বাৰ্ত্ত শুনিয়া মেনী রহিলাম, কিন্তু মনেই করলাম যে ठशंदउँी 4मउ न कक्लन, कन्न भशद्ग दछुझे छूमि স্থান, তথায় গেলেই ডিঙ্গ প্রায় ডুবিয়া থাকে। এ-কথা মিথ্যা নহে। - যাহা শুনিয়াছ তাহ চারুদত্তকে মহস কহিওনা কি জানি ইহাতে চারুদন্ত ভগ্নমনা হইতে পারেন। সম্ভব বটে। চারুদস্তু অতি সরল লোক, তাহার অন্তরে কোন মালিন্য নাই । বিদায় কালীন আপন পরম মিত্র চিন্তবিলাসকে অশ্রীপুর্ণ নয়নে কহিলেন, সখে ক্ষের ঋণ পত্ৰ তুমি মনে করি ওন, তথায় প্রেমানন্দে থাক ও রাজ বলা সংমিলনে হৃষ্ট মনে কাল হরণ কর। এই কহিয়া নয়নের নীরে আর্দ্র হইয় প্রেমালিঙ্গন পুষ্ট্ৰক পরম্পর বিদায় হইলেন। আমার বোধ হয় যে এবম্বিধা ঐকান্তিকী মিত্রত এই শঠ সময়ে দুর্লভ। চারুদন্তের সংসারাশ্রমে থাক সুদ্ধ চিত্তবিলাসের জন্য এই বোধ হয়, চল আমরা এইক্ষণেগিয় তাহাকে সান্থনা করি। যদি