পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষ্ণুশৰ্ম্ম, স্কুলোচন, नाफेक। סיף এহেন সাগর ভাবি গোম্পদের প্রায়। পারাবার হয়ে পার আইল এথায় ৷ ধন্য সে সম্পুট যাহে সেই সুরেশ্বরী। চিত্র প্রতিবিম্ব রূপে বিরাজে কিশোরী। নয়নে লাগিল ধাধা কি দেখি নয়নে। সীসকে নাহিক ভানু বুঝিমৃ বচনে৷ . সুবর্ণের অঙ্গ নহে সীসক অন্তরে। জ্যোৎস্নার নিবাস কোথা তিমিরের ঘরে ॥ রজত আধারে নাহি বুঝিমু আভাষে। রঞ্জতের রূপ কোথা কাঞ্চন প্রকাশে | अभूत्रा उांशूज़ भूजा क्लश्न भूलादउँौ। ইহাতে থাকিবে কোথা সেইভানুমতী৷ সমানে সমান ভিন্ন নাহি হয় মিল। রজতে কাঞ্চনে নাহি মিলে এক তিল ৷ কাঞ্চনের তন্তু কোথা রজত অন্তরে। স্বর্ণময়ী ভামু হবে স্বর্ণের ভিতরে। শয়নে আছয়ে ভামু সুবর্ণ শয্যায়। সুবৰ্ণ আধার লক্ষ করিন্থ তাহায়। দেহ স্বর্ণকাটি আমি খুলি স্বর্ণভাল। সার্থক হইবে আঁখি হেরি রাজ বালা। হের ধর স্বর্ণ কাটি লহ যুবরাজ। ডাল মুক্ত করি দেখ সম্পুটের মাঝ। ভায় চিত্রমূৰ্ত্তিযদি সুবর্ণে ইষ্টবে। তবে রাজ ভানুমতী তোমারে বরিবে৷ কদৰ্ণ হয় হায় হতভাগ্য করিন্থ কি কায। (স্বর্ণডালা ছার ভস্ম পাই তোরে সুবর্ণের মাঝ৷ মোচন করেন ) ছবি নাহি আছে এক কবিতার ছার। দেখি হতভাগে সেই কি লেখে আমার। छु