পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়, রাজ কু, नाप्नेक | १¢ দিব্য করিয়াছি আমি দেবীর অগারে। খুলিব সম্পুট যেই নাহি কব করে। গোপনে রাখিব সেই নিগুঢ় বচন। আর না করিব কভুকন্যাঅন্বেষণ৷ যদ্যপি সম্পূট কলুনিষ্ফল খুলিব। বীরবর পুর তবে তখনি ত্যজিব। এই অধমারে যেবা করিবে মনন। যবনিক অবশ্য করবে এই দিব্য নিবন্ধন ॥ মধ্য ইইতে ) fরজঃ, কৃপাময়ী কৃপা কর বারেক কুমারে। সিন্ধুকের দেহ সন্ধি কুমারী অগারে । শ্যামল সীসক বাক্যে ভয় বাসি মনে । সৰ্ব্ব ত্যাগী হবে সেই ইহার গ্রহণে৷ সৰ্ব্ব ধনে অগ্রে কেন জলাঞ্জলি দিব । ত্যজিয়া তোমারে আমি অন্যেরে সাধিব ॥ সুবৰ্ণ করছে সত্য কপট বচনে! লভিবেক তাহ যাহা চাহে বহু জনে ॥ বহু জন পদে বুঝি মূঢ় সাধারণ। চিকণ বরণে মুগ্ধ হয় যেই জন। চহ্মের তুষ্টতে মাত্র পরিতুষ্ট যারা। অন্তরের গুণকন্তু নাহি বুঝে তারা। সাধারণ যাহে ভুলে তাহে না তুলিব। এই হেতু শুন স্বর্ণতোমারে তাজিব। কহ রৌপ্য ধনের আধার বট তুমি। তব অঙ্গীকার কিবা কহ দেখি শুনি | বুধিয়া তোমারে সাধিৰেক যেইজন। যথাযোগ্য রূপে তার পূরিবে কামনা। এইত তোমার বাক্য বাস্তবিক বটে।