পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

药邪, ठलक्र. নাটক । ፃ፭ হ। এ কথা যথার্থ বটে, কেননা পক্ষি শাবকের পাখ উঠিলেই তাহারা প্রায় ধাড়ীকে ত্যাগ করিয়া থাকে । - আমি অগ্রে জানিলে তাহীর পাখ কাটিয়া দিতাম। রুদ্যমান এমন পক্ষী শকুনীর উদরস্থ হউক। রূপে ) 33.

  1. ३.

河夺, लभ्रं, যদি শকুণী পক্ষী তাহার রক্ষক হয় তবে সম্ভব বটে। দেখ, কন্যা পিতার মুখাপেক্ষা করিল না। একবার মুখ পানে চাহিল না। এটা সংকৰ্ম্ম হয় নাই তোমার মুখ পানে অগ্রে ঢাহিয়৷ অন্যের মুখ পানে পরে চাওয়া উচিত ছিল। সে কথা আর মনে করিও না। এক্ষণকার কালই এইরূপ হইয়াছে । কেহ কাহার মুখ পানে চায় না । t দেখ, কন্যা অক্সি দেহজ এতাবত অক্সিজ, আমি র্তেই বলি যে আপনার রক্ত মাংস আপনার ধ্বংস করিল। তুমি যাহা কহিতেছ তাহা সত্য বটে, ফল তোমাতে ও তাহাতে কিঞ্চিং বৰ্ণান্তর আছে, সে এই মাত্র যেমন বরি ও ভস্মেতে বর্ণের প্রভেদ হয়। সে যাহা হউক,তুমি শুনিয়াছ যে চারু দত্তের দক্ষিণ পাটনে কিছু ক্ষতি হইয়াছে কি না । - ঠ। সে কথা মতা বটে, সেখানে তাহার আর মুখ দেখাইবার যে নাই। পূর্বে বড় জাক জমক করতেন, এখানে আর দেখা নাই। এক্ষণে আমার খতের টাকার কি করবেন তাহ ঠাহরিয়া দেখুন। আমাকে বৃদ্ধি জীবী কাইভেন এখন কি হইবে