পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե. օ 两

  1. .

লক্ষ ভানুমতী চিত্তবিলাস তাহার ঠিকান করুন। তিনি যে সৌজন্যত করিয়া বিন লাভে টাকা ঋণ দিতেন এখন আপনার দশ কি হইবে তাহ ঠাহরিয়া দেখুন। তা বটে, তথাচ যদি তোমীর অধমণ সময় শিরে ঋণ পরিশোধ করিতে না পারে তবে তুমি যে তাহার মাংস কাটিয়া লইবে আমারদের এমত বে:ধ হয় না কেননা অভক্ষ্য নর মাংসে তোমার কি কায দেখিবে। যদি আর কোন কংস ম wখুক তবু শৃগাল কুকু রের ভক্ষণার্থ হইবেক এবং তাঁহাতে আমার মনের দুঃখ যাইবেক । ঐ ব্যক্তি বার স্বর আমার অপমান করিয়াছে এবং শত সহধু টাকা যে আমার লান্ত হইত তাহার ও প্রতিবন্ধক হইয়াছে! আমার ক্ষতি হইলে ঐ ব্যক্তি অস্কাদে মগ্ন হয়, লাভ হইলে হেয় স্থান করে। আমারদের বিশিষ্ট জাতিকে তুস্থ ভাষ্ঠীল করিয়া থাকে, আর অমর ব্যব: ময়ে যৎপরোনাস্তি বাধা জন্মায়। সুহৃদগণের :ম আমার সাহাতে ভেদ হয় স্বতঃ পরতঃ তাহীর চেন্ট করে। এবং আমার শক্রগণকে উৎসাহ দিয়া থাকে এই সকল অত্যাচার কেন ? না আমি এক জন মহাজন’ ও ঋণ দিয়া কিছু লাভ করিয়া থাকি। আমার এই অপরাধ মাত্র। কেন লক্ষপতি কি মাস্থ্য নহে? লক্ষের কি চক্ষু নাই? না তাহার কৰ্ণ নাই ? না হস্ত পদাদি নাই ? না সুখ দুঃখ নাই ? না কাম ক্রোধাদি নাই ? যে খাদ্য তোমার সেই খাদ্য তাহার, যে অস্ত্রাঘাতে তোমরা বিক্ষত হও, লক্ষও সেই অস্ত্র দ্বারা বিক্ষত হইতে পারে। যে পীড়াতে তোমরা অর্ন্ত হও লক্ষও সেই পীড়াতে পীড়িত হইতে পারে। যে ঔষধে তোমারদের রোগ