পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢मलद, नाप्लेक । デ> শান্তি হয়, সেই ঔষধে আমারও রোগ শান্তি হইতে পারে। আর শীত গ্রীষ্মে যেমন তোমারদিগকে अउिडूठ করিতে পারে, তদ্রুপ আমার দিগকেও অভিভূত করে। যদি তুমি অস্ত্ৰ দিয়া আমারদিগকে বিন্ধ তবে কি আমারদের অঙ্গে ফুটে না? না রক্ত পড়ে মা ! যদি তুমি আমারদের বিষ খাওয়ও, তবে কি অমরদিগের প্রাণ বিয়োগ হয় না। অতএব যদি তুমি আমারদের হিংস কর, তবে কি অমর তোমারদের প্রতিহিংসা করিব ন}} যদি সকল বিষয়ে আমরা তোমারদের মত হইলাম, তবে তোমরা আমারদের মন্দ করিলে আমরা কি নিমিত্তে তোমারদের মন্দ করিব না ? দেখ, যদি আমার জাতীয় কেহ তোমার জাতীয়ের অনিষ্ট করে, তবে কি তোমর শিষ্ট হইয় তাহার প্রত্যনিষ্ট করিবার চেষ্টা কর না ? তেমনি যদি তোমার জাতীয় কেহ আমার জাতীয়ের অনিষ্ট করে তবে তোমারদের দৃষ্টান্তে আমরাও তাহার বিশিষ্ট রূপে অনিষ্ট করিব। যে নষ্টামি তোমরা আমারদিগকে কথাতে শিখাইয়াছ। আমরা এক্ষণে তাহ; কাষে করব, বরং আরও ভাল রূপে শিক্ষা দিব যে তাহ কেমন সুখদ শেষ জানিতে পারবে। জনেক সেবকের প্রবেশ । চারু দত্ত মহাশয় আপনারদের উভয়কে ডাকিতেছেন, কোন কথা আছে। হ, আমরাও র্তাহার অন্বেষণ করিতেছিলাম। গণপতি রায়ের প্রবেশ । আর দেখ লক্ষপতির আর এক জাতি ভ্রাতা আইলেন, এমন অীর একটি মেলা ভার, তবে যদি অপ