পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ লক্ষ, গণপতি, ভানুমতী চিত্তবিলাস দেব আপনি এইরূপে অবতীর্ণ হয়েন তবেই ইহার যুড়ী মেলে। - [ জয়দেব ও সহদেব ও সেৰয়ে প্রস্থান। কও গণপতি, তুমি যে জয়পুরে গিয়fচল তথয় আমার কন্যার কোন সন্ধান পাইয়tছ কি না তাহ कङ् ? না, আমি যেখানে সেখানে তাহার কথা শুনিলাম, কিন্তু কোন খানেই তাহার সন্ধান পাইলাম ন; ' লক্ষ, হায় হয়, সব নষ্ট হইল, দেখ যে হীরক দ্য দি (খেদ পূৰ্ব্বক ) গণ, হস্তিন নগরে পাঁচ সহস্র টাকা দিয়া ক্রয় করিয়ছিলাম তাহীও গেল। এত দিনের পরে আমারদের ক্রীতির প্রতি অভিসম্পতি ফলিল। অমরদের জাতি অতঃপর অধঃপাতে গেল। উহাতে পঢ়ি সহয় ও অন্যং মূল্যবান গ্রস্তরে কত শত গেল তহি কত লেখা করিব। ইচ্ছা হয় অলঙ্কার সহিত তাহাকে যমালয়ে পাঠাই ও টীকা তাহার চিতন্তে সাজাইয় দেই। কোন সমীচীর নাই ? কি ক্ষতি | এত টাকা চুরি গেল ও চোরের অনুসন্ধানে কত টীকা ব্যয় হইল। ক্ষতির উপর ক্ষতি। চোরের কোন অতুসন্ধান হইল না। দুষ্টের কোন দমন হইল না। দেখ কাহার কোন বিপত্তি নাই, যে বিপত্তি সে আমার। কাহারে হা হতোস্মি নাই, যে দীর্ঘ শ্বাস সে আমার। দেখ কাহারে চক্ষুতে জল নাই, যে অঙ্কপাত সে আমার। হে মধুসুদন! ই অন্যান্যের বিপত্তি আছে। দেখ চারু দত্ত বণিকের জয়পুরে—,