পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

衔 তু, माप्लेक । ষার বস্তু তার নয়, যার নয় তার হয় ভাবি পাছে হই বিড়ম্বিত। সত্যেতে হইনু বন্ধ, কেমনে কহিব সন্ধি রাজা যাহে করিল বারণ। হৃদয়ের নাথ হও, হৃদয় বুঝিয় লও যদি ইচ্ছ হৃদি সিংহাসন ! পয়ার | যুক্তি মতে শুভ কার্য্যে বিলম্ব না হয়। 小 চিত্তের উদ্বেগ তাহে বিলম্ব না সয় : পারি কি না পারি তাই হভেছে সংশয়। ভাগ্যোদয় বিনা প্রিয়া নহিবে উদয় । দীর্ঘ ত্রিপদী | এই যদি তৰ মন, তবে কর আয়োজন বিসৰ্জ্জন দিয়া সংশয়েরে । প্রিয় যদি ভাব মনে, চিনে লও প্রিয়জনে প্রয়োজন লভহ সত্বরে | সম্পুটে হারিলে তুমি, জীবনে মরিব আমি নেত্র বারি হবে শ্রোতোবতী । দাঁড়াতে না পার্বে স্থল,সকল হইবে জল অীর না দেখিবে ভীমুমতী৷ নিরাশা করিয়া তরি, তাহে আরোহণ করি বহি যাবে আপনার দেশে। হতাস পবন হবে, ভগ্না তরি ডুবাইবে জল মগ্ন পাছে হও শেষে । এই ভয় মনেবাসি,পাছে দ্ৰোহীদেহে নাশি আমি মরি তাহে নাহি খেদ । মরিয়া ভাবিব আমি, তুমি করি হবে স্বাম পাছে ভামুচিত্তে হয় ভেদ | ゲ。