পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।

(৩)


ললিত।

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,
 কণ্ঠে শুকাওল মালা।
সখিলো নয়ন জলে বহি গল রয়ণী
 তব নহি আওল কালা।
কত সাধে সখি আসনু কুঞ্জে,
 পহিরনু নীল নিচোল,
রচয়নু কুসুম শয়ান মনোমত,
 মন্দির করনু উজোল।
চল সখি গৃহে চল, মুছহ নয়ন জল,
 চল সখি চল গৃহ কাজে,
মালতি মালা রাখহু বালা,
 ছিছি সখি মৰু মৰু লাজে।