পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।

বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব
 বিফল এ পরিতি লেহা[]
বিফলরে এ মঝু[] জীবন যৌবন,
 বিফলরে এ মঝু দেহা!
সখিলো কোন নিদাৰুণ ব্যাধি
 জনমিল মরমে মোর,
সখিলো দাৰুণ প্রণয় হলাহল
 জীবন করইল ভোর।
তৃষিত প্রাণ মম দিবস যামিনী
 শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ[] ন মানে,
 অহরহ জ্বলত হুতাশে।
 সত্য কহিলো সখি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম
 সদা ডর লাগয়ে মোয়।

  1. লেহা—অনুরাগ।
  2. মঝু—আমার।
  3. থেহ—স্থৈর্য্য।