পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
ভানুসিংহের পদাবলী।

(৬)


ভৈরবী।

 বঁধুয়া, হিয়া পর আওরে,
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,
 হমার মুখ পর চাওরে!
যুগ যুগ সম কত দিবস বহয়ি গল,
 শ্যাম তু আওলি না,
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জপর
 মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাসরে,
 লয়ি গলি নয়ন-আনন্দ!
শূন্য বৃন্দাবন, শূন্য হৃদয় মন,
 কঁহি ছিল ও মুখ চন্দ?
ইথি[] ছিল আকুল গোপ নয়ন জল,
 কথি[] ছিল ও তব হাসি?

  1. ইথি-এখানে।
  2. কথি—কোথায়।