পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
ভানুসিংহের পদাবলী।

(৯)


মিশ্র জয়জয়ন্তী।

সতিমির রজনী, সচকিত সজনী
 শূন্য নিকুঞ্জ অরণ্য!
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
 বালা বিরহ-বিষণ্ণ!
নীল অকাশে, তারক ভাসে
 যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
 কুসুমিত বল্লি বিতান।
তৃষিত নয়ানে, বন-পথ পানে।
 চায় বিয়াকুল বালা,
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে
 গাঁথে বন-ফুল মালা।