(১০)
মূলতান।
বজাও রে মোহন বাঁশী! সারা দিবসক বিরহদহন-দুখ, মরমক তিয়াষ নাশি। রিঝ[১] মন-ভেদন বাঁশরি-বাদন কঁহা শিখলিরে কান? হানে থির থির, মরম অবশকর লহু লহু মধুময় বাণ। ধস ধস করতহ উরহ বিয়াকুলু ঢুলু ঢুলু অবশ-নয়ান; কত কত বরষক বাত সোঁয়ারয়[২] অধীর করয় পরাণ।