এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
২৩
কত শত আশা পূরল না বঁধু
ও মুখ করল পয়ান।
পহুগো[১] কত শত পিরীত-যাতন
ছিয়ে বিঁধাওল বাণ।
হৃদয় উদাসয়, নয়ন উছাসয়
দাৰুণ মধুময় গান।
সাধ যায় বঁধু, যমুনা বারিম
ডারিব দগধ-পরাণ।
সাধ যায় পহু, রাখি চরণ তব
হৃদয় মাঝ হৃদয়েশ!
হৃদয়-জুড়াওন বদন-চন্দ্র তব
হেরব জীবন শেষ।
সাধ যায় বঁধু, তোঁহার দেহ
মিলাওব দেহ ম মোর।
- ↑ পহুগো—প্রভু।