পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
ভানুসিংহের পদাবলী।

মিলন সনে জনু বিরহ মিলব রে
 দিবস রাতি ভরি ভোর।[]
সাধ যায় বঁধু! দুহুঁ দুহুঁ মেলয়ি
 ইঁহসে করয়ি পয়ান,
মেঘ মেঘ পর হরখে ভরমিব
 দুঁহুঁ মিলি করইব গান।
সাধ যায় ইহ চাঁদম কিরণে,
 কুসুমিত কুঞ্জ বিতানে,
বসন্ত বায়ে, প্রাণ মিশায়ব,
 বাঁশিক সুমধুর গানে।
প্রাণ ভৈবে মঝু বেণু-গীতময়,
 রাধাময় তব বেণু।
জয় জয় মাধব, জয় জয় রাধা,
 চরণে প্রণমে ভানু।

  1. বিরহ যেন মিলনের সঙ্গে মিলিয়। থাকিবে।