(১৩)
মল্লার।
সজনি গো—— শাঙন[১] গগনে ঘোর ঘনঘটা অঁধার যামিনীরে। কুঞ্জপথে সখি, কৈসে যাওব অবলা কামিনীরে। উন্মদ পবনে যমুনা উথলত ঘন ঘন গরজত মেহ[২]। দমকত বিদ্যুত বজ্র নিনাদত, থরহর কম্পত দেহ। ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্, বরখত[৩] নীরদ পুঞ্জ।