পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৩১

(১৩)


মল্লার।

সজনি গো——
শাঙন[] গগনে ঘোর ঘনঘটা
 অঁধার যামিনীরে।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব
 অবলা কামিনীরে।
উন্মদ পবনে যমুনা উথলত
 ঘন ঘন গরজত মেহ[]
দমকত বিদ্যুত বজ্র নিনাদত,
 থরহর কম্পত দেহ।
ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌,
 বরখত[] নীরদ পুঞ্জ।

  1. শাঙন—শ্রাবণ
  2. মেহ—মেঘ
  3. বরখত—বর্ষিতেছে