এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৩৫
অঙ্গ-বসন তব, ভীঁখত[১] মাধব
ঘন ঘন বরখত মেহ,
ক্ষুদ্র বালি[২] হম, হমকো লাগয়
কাহ উপেখবি দেহ?
কত জ্বালা দুখ সহলি শ্যাম তুঁহু,
হমার পীরিত লাগি,
সহলিরে গঞ্জন দেশ বিদেশে
ভইলিরে কলঙ্কভাগী!
যাও যাও পহু, মথুরানগরে
মিটবে সব সুখ-আশ।
জনম জনম তুঁহু সিংহাসন পরি
করহ সুখে পহু বাস।
দূরদেশ রহি লোক মুখে হম
শুনইব তুঝ যশগান,
দূরদেশ রহি, মহিমা শুনি তব
ধন্য মানইব প্রাণ!