এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৩৭
(১৫)
টোড়ি।
সখিরে—পিরীত বুঝবে কে?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
বোলব, শুনবে কে?
রাধিকার অতি অন্তর বেদন
কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধ
কোন দুখে দিন রজনী?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও[১]
কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক
একঠো আদর বাণী।
মিনতি করিলো সখি শত শত বার, তু
শ্যামক না দিহ গারি,
- ↑ রটাও—যদি কলঙ্ক রটাইতে চাও তবে রটাইও।