পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
ভানুসিংহের পদাবলী।

শত শত বেরি ধূলি চুম্বি সখি,
 রতন পাই জনু দীনা।
নিঠুর বিধাতা, এ দুখ-জনমে
 মাঙব কি তুয়া পাশ!
জনম অভাগী, উপেখিতা হম,
 বহুত নাহি করি আশ,—
দুর থাকি হম রূপ হেরইব,
 দূরে শুনইব বাঁশি।
দূর দূর রহি সুখে নিরীখিব
 শ্যামক মোহন হাসি।
শ্যাম-প্রেয়সি রাধা! সখিলো!
 থাক’ সুখে চিরদিন।
তুয়া সুখে হম রোয়ব না সখি
 অভাগিনী গুণ হীন।
অপন দুখে সখি, হম রোয়ব লো,
 নিভৃতে মুছইব বারি।