পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
ভানুসিংহের পদাবলী।

(১৭)


বাহার।

মাধব! না কহ আদর বাণী,
 না কর প্রেমক নাম।
জানয়ি ময়কো অবলা সরলা
 ছলনা না কর শ্যাম!
কপট! কাহ তুঁহু ঝূট বোলসি
 পীরিত করসি মোয়?
ভালে ভালে হুম অলপে চিহ্ণনু
 না পতিয়াব রে তোয়!
তুঁহু না জানসি প্রেমক ধারা
 কঠিন হৃদয় মধুভাষী—
পরশি দেহ মম সাঁচি বোল’ অব
 নহ তুঁহুঁ রূপ-পিয়াসী?