পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৪৩

যাও শ্যাম তব্‌—মিলবে শত শত
 হমসে রূপসি নারী।
তুচ্ছ বালি হম কাহ তু টূটসি
 ক্ষুদ্র এ হৃদয় হমারি?
দূর রহয়ি হম রহব তোঁহাঁরই,
 সমরিব তোঁহারি বাণী,
চিন্তয়ি চিন্তয়ি তোঁহারি বদন
 তয়াগব ক্ষুদ্র পরাণী!
ছিদল-তরী সম কপট-প্রেম পর
 ডারনু যব মন প্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
 অবকুত নাহিক ত্রাণ!
মাধব, কঠোর বাত হমার।
 মনে লাগল কি তোর?
নিপট[] কঠিন দুখ সহয়ি কহনু সব
 ক্ষমগো কুবচন মোর!

  1. নিপট—অত্যন্ত।