পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৪৪

মাধব! কাহ তু মলিন করলি মুখ?
 কুঞ্জে আসহ নাথ!
মধুর হাসি তুঝ হাসহ হাসহ
 রাখছ কাতর বাত!
নিদয়-বাত অব কবহুঁ ন বোলব
 তুঁহু মম প্রাণক প্রাণ!
অতি অবোধ হুম—ব্যথিনু হিয়া তব
 ছোড়য়ি কুবচন-বাণ!
বাত রাখ’ মঝু বেরি বোল’ পহু
 হমকো করহ সিনেহ![]
বেরি বোল পহু আদর বাণী
 চলহ কুঞ্জ বন-গেহ!
মিটল মান অব—ভানু হাসয়ত
 হেরই পীরিত-লীলা
কভু অভিমানিনী আদরিণী কভু
 পীরিতি-সাগর-বালা!

  1. আমার কথা রাখ একবার বল প্রভু যে তুমি আমাকে ভাল বাস।