পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৪৫

(১৭)


দেশ।

সখিলো, সখিলো, নিকৰুণ মাধব
 মথুরাপুর যব যায়,
মনম করল পণ মানিনী রাধা,
রোয়বে না সো না দিবে বাধা,
কঠিন-হিয়া সই, হাসরি হাসয়ি
 শ্যামক দিবে বিদায়।
মৃদু মৃদু গমনে আওল মাধা,
বয়ন পান তছু চাহল রাধা,
চাহুয়ি রহল স চাহয়ি রহল,
দণ্ড দণ্ড সখি চাহয়ি রহল,
মন্দ মন্দ সখি নয়নে বহল
 বিন্দু বিন্দু জল ধার!