পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
ভানুসিংহের পদাবলী।

সুনীল অঞ্চল, নয়ন বিচঞ্চল,
 তব্‌ স কানু মৃদু হাসে;
হাত ধরয়ি তছু হিয়য়ি ঢাকি মুখ
 বালি রহই যব্‌ পাশে,
চুম্বয়ি চুম্বয়ি কপোল চুম্বয়ি
 তব্‌ স কানু মৃদু হাসে!
যব্‌ সখি আজ স রাধা কাঁদল,
 তব্‌ সখি কাঁদল না!
বেড়ি চরণ তছু তিতল চরণতল
 তবহুঁ স কাঁদল না!
অবহুঁ স মথুরাপুরক পন্থমে
 ইঁহ যব রোয়ত রাধা,
যাতে যাতে অব মনে শ্যাম কিরে
 পায় শোক তিল-আধা?
যাতে যাতে অব পথমে মাধব
 সমরণ করয় কি বেরি