ভানুসিংহের পদাবলী।
(১)
বাহার।
বসন্ত আওল রে! মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে। শুন শুন সজনী হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল, জর জর রিঝসে[১] দুখ জ্বালা সব দূর দূর চলি গেল।