পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভানুসিংহের পদাবলী।

(১)

বাহার।

 বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী
 কানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
 হরখে আকুল ভেল,
জর জর রিঝসে[] দুখ জ্বালা সব
 দূর দূর চলি গেল।

  1. রিঝসে—হৃদয় হইতে। রিঝ—হৃদয়।