১৫ ৬ ভারতবর্ষের ইতিহাস । ভাহা জানিতে পারিয়া অঞ্জ দিলেন দিল্লীনগর একেবারে লুঠ কর, এবং আবাল ৰুদ্ধ কাহাকেও জীবিত রাখিও না । সেনাগণ একে জয়ে উন্মত্ত, তাহাক্ষেএই আজ্ঞ পাইয়। নগর প্রবেশ করিয়া দুই চক্ষে যাহনে দেখিল ভtহাকে সংহার এবং ষ হার যtহ। *ोईडी তাহ। লুণ্ঠন করিত্বে লাগিল । বালক রুদ্ধ বা স্ত্রীলোক কাহাকে ছাড়িল না । এই কাগু পঁাচ দিবস পর্য্যন্ত চলিল, ভাস্থাতে দিল্লীতে এক প্রাণী ও জীবিত্ত রহিল নী, নগরস্থ সকল পথ শবে রুদ্ধপ্রায় হইল । ধনী দুঃখী যাহার যাক ছিল সকলই শক্রর উদরে পড়িল, এবং সুশোভিত দিল্লীনগর শ্মশানের ন্যায় হইল । তৈমুরের ধনাশা ও শোণিতপিপাসা এই প্রকারে নিৰ্বত্ত হইলে, ষোড়শ দিবস পরে তিনি শিবির উত্তোলন করিয়া মিরটাভিমুখে যাত্রা করিলেন । উjহার সহিত ষে লুষ্ঠিত অর্থ চলিল তাহর সঙ্খল কয়। অসাধাঁ । দিল্লীনগরে মুসলমানদিগের রাজধানী হইয় অবধি দুই শত বৎসর পর্য্যন্ত যে ব্যক্তি যাহ। সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন ভাহা ভিনি একেবারে বাইট দিয়া লইয়া চলিলেন । মিরটে যাইয়াও ভিনি \ী দেশ --মেই প্রকার দগ্ধ ও তদেশবাসীfদগকে $; লেন । তৎপরে গঙ্গা পায় হইয়। হিমালয়ের সান্নিধে হরিদ্ধারে যাত্রা করিলেন । গমন সময়ে হিন্দু ও মুসল
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।