Y 8 ভারতবর্ষের ইতিহাস । । YYBBSB BYS BBDDD BDYZBBgDD BB DD অশ্বারোহী ও বহুলস্থ্যক পদাতিক সেন.ও রণমাতঙ্গ লইয়া ভঁাহার সহিত যুদ্ধ করিতে গেলেন । কিন্তু যুদ্ধ জয় করিতে পারিলেন না । সবক্তগী স্ট্রাহীকে পরাভৰ করিয়। হিন্দুকুশ ও পেসোয়ার দেশ একবারে অধিকার করিলেন । এবং পেসোয়ার দেশ রক্ষার্থে এক জন সেনাপতি নিযুক্ত করিলেন । ঐ সেনাপভির অধীন দশ সহস্ৰ অশ্বারোহী এ4হরী রহিল । ভঙ্কিল্প পৰ্ব্বত্তবাসী থিলিজি পাঠান জাতীয়ের সবক্তগীর অধীনতা স্বীকার করিল ! ইহার পুৰ্ব্বেখ লাহোর দেশে সৰ্ব্বদ উৎপত্তি করিভ । তাঁহাতে আরবদিগের অীগমন অরধি লাহোর দেশের রাজার। ইহাদিগকে প4A ভের কিয়দংশ অপর্ণ করিয়৷ এই ধাৰ্য্য করিয়াছিলেন, ইহার স্তথায় থাকিয়া আর কোন শক্রকে ভারতবর্ষে প্রবেশ করিতে দিবে না । সুতরাং তাহারা দ্বাররক্ষকের স্বরূপ ছিল, এই জন্য কোন শক্র ঐ পথ দিয়৷ ভারতৱর্ষে আসিত্তে না পারিয়া, উৎকালে সিন্ধু দিয়া এই দেশে গমনাগমন করিত। সৰক্তগীতহাদিগকে হস্তবশ করিয়া সেই বন্দোবস্ত ঘুচাইয়া দিলেন - এই ব্যাপারের পর সবক্তগী ভাঙার দেশে যুদ্ধার্থ গমন করিয়াছিলেন, তথায় যুদ্ধে আবদ্ধ থাকিয় তিনি ভারতবর্ষে পুনরাগমন করিতে পারেন নাই । তিনি
পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।